বাইপোলার ডিসঅর্ডার কী? বাইপোলার ডিসঅর্ডার (Bipolar Disorder) একটি মানসিক রোগ, যেখানে একজন ব্যক্তি চরম আবেগের মধ্যে দুলতে থাকেন — একদিকে ম্যানিয়া (অতিরিক্ত উদ্দীপনা) আর অন্যদিকে ডিপ্রেশন (গভীর বিষণ্নতা)। এটি শুধু মনের অবস্থার পরিবর্তন নয়, বরং দৈনন্দিন কাজকর্ম, সম্পর্ক ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। প্রধান লক্ষণসমূহ 🔺 ম্যানিয়া বা হাই ফেজ: 🔻 ডিপ্রেশন বা […]