জুনাইনা

তুমি আমার নয়নের নায়াগ্ৰার প্রস্রবণ

মণিকোঠায় ভোরের দীপ্ত সূর্যোদয়।

তোমার তুলনা কেবল তুমিই,

রক্তাক্ত অগ্নিলীলায় তুমি পাখির নীড়।

আমার গগণজুড়ে তুমি ধাবমান মেঘমালা

তোমার উচ্ছলতা আমার বাঁচার আশা।

খেলাঘর বাঁধিনু এ বিশ্বলয়ে, ক্ষণকালের তরে

হে মানবশিশু, স্বপ্নদ্রষ্টার উৎস সঞ্চারিণী।

জগৎ সংসারের মঙ্গলে আলোকবর্তিকা রূপে

বিলিয়ে দাও আপনারে; গগণে, জলে, স্থলে।

আমার নীথর দেহ, বেদনাবিধুর বিদায় বেলায়

এ স্নেহ, এ মিথস্ক্রিয়া কভু ফুরাবে না, ফুরাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *